আবার এক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি ।এই নিয়ে সাত দিনে রাজধানীর তিনটি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো । এবারের চুরির ঘটনা রাজধানীর রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে । যেভাবে বিদ্যালয়ের কলাপসেবল গেট এবং অফিস রুমের দরজার তালা কাটা হলো, তা নিয়ে ঘটনাটি ডাকাত দলের হামলা বলে অভিভাবক মহলের অভিমত।
আবার শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলো ।এবারের ঘটনা রাজধানীর ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব থানাধীন টাউন প্রতাপগড়ের রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। রবিবার রাতের কোনো এক সময়ে চোরের দল পেছনের উন্মুক্ত স্থান দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ।বিদ্যালয়ের কলাপসেবল গেটের তালা কেটে প্রধান শিক্ষকের রুম, প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের রুম এবং অফিস রুমের তালা কেটে দশটি গোদরেজ তছনছ করে। মূলত টাকার জন্যই চোরের দলের বিদ্যালয়ে হামলা বলে শিক্ষক-শিক্ষিকাদের অভিমত ।নতুবা একাধিক কম্পিউটার ,মিড ডে মিলের রান্নার গ্যাসের সিলিন্ডার সহ আরো কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতে পারত চুরের দল ।কিন্তু টাকা না পেয়ে ব্যর্থ মনোরথে যাবার সময় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় ।সোমবার সকালে প্রাথমিক বিভাগের শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখেন, বিদ্যালয়ের একাধিক অফিস রুমের তালা ভাঙ্গা, কলাপসেবল গেট উন্মুক্ত। সাথে সাথে প্রাথমিক বিভাগের শিক্ষকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইভি লতা দেববর্মাকে জানান ।তিনি খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন ।ছুটে আসেন অন্যান্য শিক্ষকে শিক্ষিকারাও। এদিন রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইভি লতা দেববর্মা বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির কান্ড নিয়ে বিস্তারিত জানান। তিনি জানান ,মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে আসে ।সাদা পোশাকের পুলিশের দলও বিদ্যালয়ে ছুটে আসে। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। যেভাবে বিদ্যালয়ের একাধিক অফিস রুমের তালা কাটা হয়েছে তাতে স্থানীয়দের অভিমত, চোর নয়, ডাকাত দলের অভিযান ছিল এটি ।উল্লেখ্য বিদ্যালয়ের নাইট গার্ডের সম্প্রতি মৃত্যু হয় ।এরপর থেকে বিদ্যালয়ে কোন নাইটগার্ড ছিল না ।চোরের দল বিদ্যালয়ের ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় এদিন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর অনুষ্ঠান সম্প্রসারণে ব্যাঘাত ঘটে ।এতে মন খারাপ হয় ছাত্রীদের ।পরে শিক্ষা দপ্তর থেকে পাঠানো একটি লিংক -এর মাধ্যমে ছাত্রীরা এই অনুষ্ঠান চাক্ষুস করার সুযোগ পায়।এদিকে এই নিয়ে গত সাত দিনের মধ্যে রাজধানীর তিন তিনটি বিদ্যালয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ।এই সমস্ত ঘটনায় রাতের শহরে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।