Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যসর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের আট জেলায় পদযাত্রা হবে

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের আট জেলায় পদযাত্রা হবে

লৌহপুরুষ সদ্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের সাথে রাজ্যেও জেলাভিত্তিক পদযাত্রা অনুষ্ঠিত হবে। একত্রিশ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে রাজ্যের ৮ জেলায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।

এবছর দেশের লৌহপুরুষ হিসেবে খ্যাত সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী ।সারাদেশে লৌহ মানবের ১৫০ তম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্তক এবং মাই ভারতের মাধ্যমে সর্দার @ ১৫০ ঐক্য পদযাত্রা তথা ইউনিটি মার্চ নামে এই পদযাত্রা হবে। এই পদযাত্রার মূল উদ্দেশ্য হল এক ভারত আত্মনির্ভর ভারত শীর্ষক বার্তা গোটা দেশে ছড়িয়ে দেওয়া এবং জাতীয় গর্ব কে উদ্দীপিত করা ।এই কর্মসূচি পালনের অংশ হিসেবে গত ছয় অক্টোবর একটি পোর্টালের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর মানসুখ মান্ডব্য মাই ভারত নামে এই পোর্টালের উদ্বোধন করেন ।সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ ব্যাপি বিভিন্ন কর্মসূচির  মধ্যে অন্যতম হলো জেলাভিত্তিক পদযাত্রা ।31 অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে সারাদেশের সব কটি জেলায় এই পদযাত্রা সংঘটিত করা হবে ।পথযাত্রার আগে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে সচেতনতা এবং উৎসাহ তৈরীর জন্য প্রবন্ধ ,বিতর্ক প্রতিযোগিতা ,সর্দার প্যাটেলের জীবন ও কর্ম নিয়ে সেমিনার প্রভৃতি আয়োজন করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ।তিনি জানান ,আগরতলায় পশ্চিম জেলার উদ্যোগে অনুষ্ঠিতব্য পদযাত্রায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। এছাড়া অন্যান্য জেলাগুলির পদযাত্রায় বিভিন্ন মন্ত্রী সাংসদ এবং বিধায়করা উপস্থিত থাকবেন।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় আরো জানান, জাতীয় ক্ষেত্রে পদযাত্রাটি অনুষ্ঠিত হবে সর্দার প্যাটেলের জন্মস্থান কারমসদ থেকে কেভারিয়ার স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত। এটি হবে ১৫০ কিলোমিটার দীর্ঘ পথযাত্রা ।এই পদযাত্রায় রাজ্যে প্রতিটি জেলা থেকে দুজন করে প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য