Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া তিনটি ব্রোঞ্জের গোপালের  মূর্তি উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ

চুরি যাওয়া তিনটি ব্রোঞ্জের গোপালের  মূর্তি উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ

ধৃত দুই ছিনতাইবাজকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া তিনটি  ব্রোঞ্জের মূর্তি উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ ।সম্প্রতি এই মূর্তিগুলি রামনগর ১০ নম্বর রোডস্হিত  শংকর কুন্ডুর বাড়ি থেকে চুরি হয়। এই ঘটনায় চুরি যাওয়া দুটি মোবাইল সেটও উদ্ধার করে পুলিশ ।রবিবার  পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন।

পুলিশ রিমান্ডে থাকা দুই ছিনতাই বাজকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া তিনটি ব্রোঞ্জের গোপালের মূর্তি উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ ।এই ঘটনায় পুলিশ দুটি মোবাইল সেটও  উদ্ধার করে ।জানা গেছে দুর্গাপুজোর আগে ২৭ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে ভাটি অভয় নগরের বাদল চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে ।অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাদল চক্রবর্তী বিষয়টি লিখিতভাবে পশ্চিম থানায় জানান। অভিযোগ পেয়ে পশ্চিম থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি এসআইটি গঠন করা হয় ।এই দলটি তদন্ত চালিয়ে চার কুখ্যাত ছিনতাইবাজকে আটক করে ।তাদের কাছ থেকে ১১ টি চুরি করা মোবাইল সেট ,১ টি স্কুটার এবং নগদ ৫০০০ টাকা উদ্ধার করে পুলিশ ।সেই ঘটনায় ঘৃত অভিযুক্ত ছিনতাইবাজরা হল যথাক্রমে শাহিদ মিয়া ,দেবাশীষ সরকার ,অমৃত রায় এবং রাকেশ দাস ।ধৃত অভিযুক্তদের মধ্যে রাকেশ দাস এবং শহীদ মিয়াকে আদালত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। অপর দুই ধৃত অভিযুক্ত দেবাশীষ সরকার এবং অমৃত রায়কে আদালত পুলিশ রিমান্ডে পাঠায় ।পুলিশ রিমান্ডে থাকাকালীন অবস্থায় দেবাসিস সরকার এবং অমৃত রায় কে জিজ্ঞাসাবাদ চালিয়ে তিনটি ব্রোঞ্জের গোপালের মূর্তি উদ্ধার করে পুলিশ ।এই ব্রোঞ্জের গোপালের মূর্তি গুলি সম্প্রতি রামনগর 10 নম্বর রোডের বাসিন্দা শংকর কুন্ডুর বাড়ি থেকে চুরি করা যায়।রবিবার পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান ।তিনি জানান, রামনগর ফাঁড়ির ওসি এসআই শুভেন্দু দাস এবং এসআই মনীশ পাল মূর্তিগুলি উদ্ধার করেন ।

এদিন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি আরো জানান, এই ঘটনায় আরও দুটি চুরি যাওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য