বুদ্ধ ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা জানাতে ত্রি চীবর বস্ত্র এবং অন্যান্য সামগ্রী দানের মধ্য দিয়ে রবিবার রাজধানীর বেনুবন বৌদ্ধ বিহারে পালিত হলো কঠিন চীবর দান উৎসব ।হাজারো ধর্মাবলম্বীদের প্রার্থনায় মুখরিত হল বেনুবন বৌদ্ধ বিহার ।এদিন সন্ধ্যায় হাজার বাতির আলোয় মুখরিত হবে মন্দির প্রাঙ্গন। এই অনুষ্ঠান উপলক্ষে বহি রাষ্ট্রের ভিক্ষুরাও সমবেত হয়েছেন বেনুবন বিহারে।
কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পর দিন থেকেই শুরু হয়ে গেছে বুদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব ।পূর্ণ অর্জনের জন্য বৌদ্ধ ধর্মে কঠিন জীবন দান করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে বুদ্ধ ধর্মাবলম্বীরা পূর্ণ অর্জনের লক্ষ্যে বৌদ্ধ ভিক্ষুদের ত্রি চীবর অর্থাৎ ভিক্ষুদের ব্যবহৃত তিনটি পোষাক ও অন্যান্য সামগ্রী দান করেন। এই কঠিন চীবর দান একটি শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচনা করা হয় ।সারা বিশ্বের ভগবান বৌদ্ধের বিহারে বিহারে এই উৎসব পালন করা হয় ।এরই অঙ্গ হিসেবে রবিবার রাজধানীর বেনুবন বৌদ্ধ বিহারে যথাযথ ভাবে পালিত হয় কঠিন চীবরদান উৎসব ।এই উপলক্ষে এদিন সকাল থেকেই বেনুবন বিহার এ প্রচুর সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমাগম ছিল লক্ষণীয় ।এদিন সকালে এই উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।। রবিবার দ্বিপ্রহরে আয়োজন করা হবে শান্তি রেলি। রেলিটি বুদ্ধ মন্দিরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বুদ্ধ মন্দিরে এসে সমাপ্ত হবে। সন্ধ্যায় বেনুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে প্রজ্জ্বলিত করা হবে হাজার বাতি।এই অনুষ্ঠানে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার উপস্থিত থাকবেন ।এদিন বেনুবন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ এই সংবাদ জানিয়েছেন।
কঠিন চীবর দান উৎসব উদযাপন উপলক্ষে রবিবার বেনুবন বৌদ্ধ বিহারে প্রচুর সংখ্যক বুদ্ধ ধর্মাবলম্বীরা সমবেত হন।