অধিকার আদায়ের লড়াই কে জোরদার করার আহ্বান জানিয়ে শনিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন ভানু ঘোষ স্মৃতিভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার চারটি সাংগঠনিক মহকুমার থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি যোগদান করেন ।এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেত্রী রমা দাস এই সংবাদ জানান ।তিনি জানান ,এই সম্মেলন রাজ্য সহ সারা দেশের মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সন্মেলনে দেশের রাজনীতি ,গাঁজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদী আগ্রাসন ,ইজরায়েলের আক্রমণের ঘটনার নিন্দা জানানো হবে । তিনি আরো জানান ,সম্মেলনে এনডিএ সরকারের আমলে রাজ্য এবং দেশ জুড়ে বেকার সমস্যা ,দুর্বৃত্ত রাজ, অরাজকতা ,দুর্নীতি, স্বজনপোষণ, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়া ,নারী নির্যাতন প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, জেলা সম্মেলনের আগে লোকাল কমিটি এবং মহাকুমা কমিটি গুলির সম্মেলন সাড়া জাগিয়ে অনুষ্ঠিত হয়।