Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যআবারও শিক্ষাঙ্গনে চুরির ঘটনা

আবারও শিক্ষাঙ্গনে চুরির ঘটনা

পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে রাজধানীতে অব্যাহত রয়েছে চোর চক্রের দাপট। শক্রবার মধ্যরাতে আগরতলা শহর লাগোয়া নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হাত সাফাই করলো চোরের দল। নগদ ৪০ হাজার টাকা সহ একাধিক মূল্যবান সামগ্রী গায়েব। স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের ক্যামেরার সামনে জানালেন,শনিবার সকালে স্কুলে এসে দেখতে পান অফিস রুমের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করতেই চক্ষু চরক গাছ। দেখলেন   আলমিরা তছনছ করা হয়েছে। নগদ টাকা, কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উধাও। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, সিসিটিভি ক্যামেরা না থাকায় চোর শনাক্তকরণে সমস্যা হচ্ছে। ঘটনা জানিয়ে স্থানীয় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনা ডায়রিতে লিপিবদ্ধ করেন। স্থানীয় এলাকাবাসীর বক্তব্য, শারদীয়া দুর্গোৎসবের বন্ধ কাটিয়ে স্কুল খুলতেই দেখা গেছে শহরের একাধিক স্কুলে চুরির ঘটনা।বিদ্যালয়গুলিকে টার্গেট করে পূজার বন্ধের সুযোগে একের পর এক দুঃসাহসিক চুরিকান্ড সংগঠিত করেছে চোরেরা। শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় অভিভাবকদের কপালেও চিন্তার ভাঁজ। দ্রুত তদন্ত শেষ করে চোরচক্রের মূল পান্ডাদের জালে তোলার দাবি জানাচ্ছে অভিভাবকরা। একইসাথে স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আবেদনও জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য