শুক্রবার বেলা ১২ ’টায় খোয়াই নতুন টাউন হলে খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারের কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত এবং প্রধান অতিথি হয়ে ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী‚ সম্মানীয় অতিথি হিসেবে তেলিয়ামুড়া পুর পরিষদের পৌরপিতা রূপক সরকার‚ খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা‚ বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ বিশেষ অতিথি হিসেবে খোয়াই জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের এ‚ডি‚এম (পি‚পি‚) অভেদানন্দ বৈদ্য‚ ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা ড. চন্দ্রানী বিশ্বাস‚ সি‚ডব্লিউ‚সি‚ খোয়াই-এর চ্যেয়ারপার্সন নন্তু আচার্য্য‚ খোয়াই সিনিয়র সিটিজেন ও পেনশনার অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্মল কর‚ কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চ্যেয়ারপার্সন সৌমেন গুপ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র দাস‚ এবং আহ্বায়ক ছিলেন খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার সুজিত দাস। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক অপর্ণা সিংহ রায় দত্ত। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মীরা। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক সুজিত দাস‚ পরপর বক্তব্য রাখেন ড. চন্দ্রানী বিশ্বাস‚ অভেদানন্দ বৈদ্য‚ দেবাশীষ নাথ শর্ম্মা‚ রূপক সরকার‚ অপর্ণা সিংহ রায় দত্ত। এরপর দুটো স্ব-রচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি সুব্রত আচার্য্য। তারপর আয়োজকদের তরফে অতিথিদের হাত দিয়ে খোয়াই জেলার শ্রেষ্ঠ নব্বই ঊর্ধ্ব প্রবীণ সম্মান‚ শ্রেষ্ঠ প্রবীণ কর্মজীবন সম্মান‚ শ্রেষ্ঠ প্রবীণ সাহসীকতা সম্মান‚ ও শ্রেষ্ঠ প্রবীণ সৃজনকলা সম্মান যথাক্রমে জ্যোৎস্না রানী দেব‚ শান্তি রঞ্জন দত্ত‚ বীরমোহন দেব্বর্মা ও মনোরঞ্জন গোপকে প্রদান করা হয়েছে‚ তাদের প্রত্যেককে সম্মাননা স্মারক‚ ফুলের তোড়া‚ ছাতা‚ শালের চাদর ও পাঁচ হাজার রুপির ডেমো চেক্ দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। তারপর প্রবীণ ব্যক্তিদের নিয়ে ভালো কাজ করার জন্যে তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব‚ খোয়াইয়ের কিশোর সংঘ ও ফাইনাইট ক্লাব যথাক্রমে প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে‚ আয়োজকদের তরফে অতিথিদের হাত দিয়ে তাদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক‚ ফুলের তোড়া‚ ও ডেমো চেক্ তুলে দেওয়া হয়। প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ক্লাবকে যথাক্রমে বিশ হাজার রুপি‚ পনের হাজার রুপি‚ ও দশ হাজার রুপির ডেমো চেক্ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সত্যেন্দ্র দাস সংক্ষিপ্ত বক্তব্য রাখার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।