Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যরাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি ।চোরের দল হাত সাফাই করল ৬ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী । বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় এবং পুজোর ছুটির নীরবতার সুযোগ নিয়ে চোরের দল এই ঘটনা ঘটিয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত।

দূর্গা পূজা উপলক্ষে স্কুল বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বিদ্যালয় থেকে হাত সাফাই করল ৬ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী ।তছনছ করে দিল বিদ্যালয়ের ফিজিক্সের ল্যাবরেটরি ।ঘটনা রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। দুর্গা পুজো উপলক্ষে গত ৯ দিন বিদ্যালয় বন্ধ ছিল। বৃহস্পতিবারই পুজো বন্ধের পর বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয় ।এদিন সকালে প্রাথমিক বিভাগের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে এই চুরির ঘটনাটি টের পায়। সাথে সাথে তারা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা এবং পশ্চিম থানার পুলিশকে জানান। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা ।তিনি এসে দেখেন, বিদ্যালয়ের একাধিক রুমের তালা ভাঙ্গা। মিড ডে মিলের স্টোর রুমে রাখা গ্যাসের সিলিন্ডার এবং রান্নার বাসনপত্র নেই। বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষ থেকে পাঁচটি ফ্যান নেই ।প্রতিটি শ্রেণিকক্ষের বিদ্যুতের তার খুলে নিয়ে গেছে চোরের দল ।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিজিক্সের ল্যাবরেটরি টি। কম্পিউটার রুম থেকে নয়টি সিপিইউ এবং ইউপিএস নিয়ে গেছে ।চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষাধিক টাকা হবে বলে জানান বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা।

উল্লেখ্য ,বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল বলতে কিছুই নেই ।শ্রেণিকক্ষগুলিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন মহলের অভিমত, বাউন্ডারি ওয়াল না থাকায় এবং পুজোর সময় বিদ্যালয় এলাকার নিরবতার সুযোগে চুরের দল এই দুঃসাহসিক কান্ড ঘটিয়েছে ।এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহলের তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য