Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যশারদ উৎসবের দিনগুলিতে ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ

শারদ উৎসবের দিনগুলিতে ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ

শারদ উৎসব চলাকালীন সময়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ ।এদের সকলকেই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় ।অভিযোগগুলি নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ।

দুই একটি ছোটখাটো ঘটনা বাদে রাজধানীতে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে শারদ উৎসব। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা রক্ষায় করা নজরদারি ছিল পুলিশের। উৎসবের এই দিনগুলিতে একাধিক অভিযোগ পেয়েছে পশ্চিম থানার পুলিশ ।এই সমস্ত অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে ।ধৃত অভিযুক্তদের মধ্যে চারজনকে ইতিমধ্যেই পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। বাকিদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে ।রবিবার পশ্চিম থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। তিনি জানান, ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য যে রাজধানীতে উৎসব মুখর দিনগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ।এর জন্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ প্রশাসনকে অভিনন্দনও জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য