Tuesday, October 14, 2025
বাড়িখবররাজ্যশহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রচুর শব্দবাজি উদ্ধার

শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রচুর শব্দবাজি উদ্ধার

কোজাগরী লক্ষ্মী পুজোয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালালো সদর মহকুমা প্রশাসন ।রবিবার মহকুমাশাসকের নির্দেশে মহকুমা প্রশাসনের একটি দল রাজধানীর লেক চৌমুহনী বাজার ,দুর্গা চৌমুহনী বাজার সহ অন্যান্য বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালায় ।অভিযানে বেশ কিছু শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়।

রাজ্যে শারদ পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পুজো মানেই শব্দবাজির দাপট ।এতে শব্দ দূষণের পাশাপাশি পরিবেশও দূষিত হয়। পরিবেশ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রতিবছরই লক্ষ্মীপুজোর আগে রাজধানীসহ রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে প্রশাসনের বাজিবিরোধী অভিযান চলে। এ বছরও লক্ষ্মীপুজোর আগের দিন রবিবার রাজধানীর বিভিন্ন বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামে সদর মহকুমা প্রশাসনের একটি যৌথ অভিযান কারি দল ।এই দলে মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও পুলিশ , টিএসআর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ।প্রথমেই রাজধানীর লেক চৌমুহনী বাজারে শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনিক দলটি অভিযান চালায় ।অভিযানে নেমে প্রচুর শব্দ বাজি উদ্ধার করে প্রশাসনিক দলটি ।এই অভিযান প্রসঙ্গে সদর মহকুমা শাসকের এক আধিকারিক জানান ,পরিবেশ দূষণ এবং শব্দ দূষণ রুখতেই এই অভিযান ।এই ধরনের শব্দবাজিবিরোধী অভিযান নিয়মিত চলবে।

এদিন প্রশাসনের এই দলটি দূর্গা চৌমুহনী বাজারসহ রাজধানীর অন্যান্য বাজারগুলিতেও শব্দ বাজিবিরোধী অভিযান চালায় । অভিযানকালে বিভিন্ন বাজার থেকে প্রচুর সংখ্যক শব্দবাজি উদ্ধার করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য