ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন বা ডব্লিউ এফ টি ইউ’র ৮০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি ।শুক্রবার সি আই টি ইউর সদর দপ্তরে এই উপলক্ষে এক হল সভার আয়োজন করা হয় ।হল সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে ,সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তারা ওয়ার্ল্ড ফেরারেশন অফ ট্রেড ইউনিয়ন তথা ডব্লিউ এফ টি ইউ’র প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন। এদিন এই হল সভায় বক্তব্য রাখতে গিয়ে সিটু রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন, গোটা বিশ্বের শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ করে তোলার লক্ষ্যেই এই সংগঠন গড়ে উঠেছে।