Monday, October 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় মজদুর সংঘের...

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় মজদুর সংঘের কর্মচারীরা।

তেলিয়ামুড়া প্রতিনিধি।।
তেলিয়ামুড়ায় শনিবার উৎসর্গ সামাজিক সংস্থার উদ্যোগে পরিচালিত মাতৃ ছায়া শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এক বিশেষ সামাজিক কর্মসূচিতে শিক্ষার্থী থেকে সাফাই কর্মী—সবার মুখেই ফুটে উঠল আনন্দের আলো।
এই দিনের এই অনুষ্ঠানে মাতৃ ছায়া শিক্ষা কেন্দ্রের ৩৫ জন শিক্ষার্থীর হাতে এক মাসের খাদ্যসামগ্রী ও নতুন বস্ত্র উপহার তুলে দেওয়া হয়। একইসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ১১ জন সাফাই বন্ধুর মধ্যেও বস্ত্র বিতরণ করা হয়। এই আয়োজন শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও সহমর্মিতার এক গভীর বার্তা বহন করেছে।এই দিনের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় শিক্ষক পরিমল শীল ও পাপড়ি ভট্টাচার্যকে, তাঁদের অক্লান্ত শিক্ষাদানের জন্য। পাশাপাশি মাতৃ ছায়া শিক্ষা কেন্দ্রের কর্ণধার ছায়া রানী রায়কেও সমাজসেবায় অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মান জানানো হয়।উপস্থিত অতিথিরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু সহায়তা নয়, সমাজে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার নতুন দিশা দেখায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধরণের কর্মসূচি সমাজকে আরও আলোকিত করবে, এবং অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাবে।মানবিক এই প্রয়াস সত্যিই প্রমাণ করল—দুর্গোৎসবের মূল দর্শন কেবল আনন্দে নয়, ভাগাভাগি ও সহমর্মিতাতেই নিহিত। এই মূল অনুষ্ঠানটি বিধায়িকা কল্যাণে সাহা রায় উপস্থিতিতে করা হয় এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএস’র নেতৃত্বরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য