ভারতবর্ষের তথাকথিত অর্থনীতিবিদ যিনি ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতে বিদেশি মুদ্রা শূন্য করে শাসন কার্য থেকে বিদায় নিয়েছিলেন। পরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি শাসনকালে বিদেশি মুদ্রার ভান্ডার আবার তৈরি হয়েছিল পরে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের ইকোনমি ৪. ৮ ট্রিলিয়ন হয়েছে যা ভারতবর্ষকে ইকোনমির দিক থেকে চতুর্থতম স্থান থেকে গোটা বিশ্বে তৃতীয় স্থানের অধিকারী করেছিল। বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম জয়ন্তী উপলক্ষে চার বড়জলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত রক্তদান শিবিরের উপস্থিত থেকে এমনটাই জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম জয়ন্তী উপলক্ষে ৪ বড়জলা মন্ডলের সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের পাশাপাশি দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস এবং বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ চন্দ্র ভৌমিক এবং বড়জলা মন্ডলের সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা।
এদিন সাংসদ আরও বলেন যে প্রনব মুখার্জি প্রথম জি এস টি লাগু করার চেষ্টা করেছিলেন কিন্তু সোনিয়া গান্ধীর কারনে তিনি জি এস টি চালু করতে পারেন নি, কেননা সোনিয়া গান্ধী জি এস টি সমর্থন করেন না। তার কারন হল “করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব বলে ” জানান। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।