Monday, October 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্বচ্ছতা হি সেবা, এই বিষয়কে সামনে রেখে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত...

স্বচ্ছতা হি সেবা, এই বিষয়কে সামনে রেখে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে সেপ্টেম্বর.…….‌বুধবার সকালে খোয়াই জেলা প্রশাসনের নির্দেশ মেনে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে “স্বচ্ছতা হি সেবা” এই বিষয়ের উপর খোয়াই জেলাভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৫০ জনের উপর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।এই প্রতিযোগিতাটি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ‘ক’- বিভাগ‚ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘খ’-বিভাগ‚ নবম ও দশম শ্রেণী মিলিয়ে ‘গ’- বিভাগ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে ‘ঘ’ বিভাগ‚ এই চারটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন অফিসটিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সত্রাজিৎ বিশ্বাস‚ নর্থ ঘিলাতলি (রতিয়া) দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষিকা কণিকা দেবনাথ‚ বিলাধন রিয়াং পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবীন গুপ। এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন ও ব্যবস্থাপক ছিলেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা সৌর প্রতিম শর্ম্মা। তিনি বলেছেন‚ “স্বচ্ছতা হি সেবা” প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে। এই বিষয়ে প্রতিযোগিতার কারণে ছাত্রছাত্রীরা উপকৃত হবে‚ এবং স্বচ্ছতা নিয়ে সুন্দর মানসিকতা গড়ে উঠবে। এই প্রতিযোগিতায় প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পূজোর বন্ধের পরে পুরস্কৃত করা হবে‚ তৎসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদেরকে শান্তনা পুরস্কার দেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা আধিকারিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য