তেলিয়ামুড়া প্রতিনিধি।।
খোয়াই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে বুধবার অম্পি চৌমুহনী ও তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় একটি ব্যাপক সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত এই কর্মসূচি সরাসরি যান চালকদের উদ্দেশ্যে বাস্তবায়িত হয়।
এই দিনের এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যানবাহন চালকদের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষভাবে এমন চালকদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাদের যানবাহনের বৈধ কাগজপত্র যেমন ইন্সুরেন্স, লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেই। এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে এবং বৈধভাবে ইন্সুরেন্স করাতে উৎসাহিত করা হয়েছে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিবহন আধিকারিক ডি.সি.এম বিশ্বজিৎ মজুমদার, এম.বি.আই অসিত সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। জেলা পরিবহন দপ্তরের আধিকারিক ডি.সি.এম বিশ্বজিৎ মজুমদার জানিয়েছেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রতিটি চালকের সচেতনতা অপরিহার্য। বৈধ ইন্সুরেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয়, এটি চালক ও পথচারীর নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা প্রতিজ্ঞা করেছেন, সকল প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখবে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবে।উক্ত কর্মসূচি জেলার বিভিন্ন অংশে নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায় এবং যাত্রী ও চালক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা যায়।