এভাবে চলতে পারে না। বিজেপি এই ধরনের রাজনীতি বিশ্বাস করে না। সিমনার হেজামারায় বিজেপি কর্মসূচির উপর আক্রমণের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মান্দাইয়ে বিজেপি কার্যালয় ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি ।স্পস্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান ,এই সমস্ত ঘটনায় আইন আইনের পথেই চলবে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত রবিবার ২১ সেপ্টেম্বর শিমনা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে হেজামারায় একটি কর্মসূচি হাতে নেয় বিজেপি দল ।এই কর্মসূচী ছিল স্থানীয় মহিলাদের মধ্যে পাঁছড়া বিতরণ করি।এই অনুষ্ঠানে তিপ্রা মথা আশ্রিত কিছু দুর্বৃত্ত হামলা চালায়। এতে প্রদেশ বিজেপির অন্যতম সহ-সভাপতি মঙ্গল দেববর্মা এবং কমল ত্রিপুরা নামে এক সাংবাদিক গুরুতর আহত হন ।বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান। আহত মঙ্গল দেববর্মা এবং সাংবাদিক কমল ত্রিপুরার সাথে কথা বলেন তিনি। তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি ।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা ।এদিন এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন ,বিজেপির সংশ্লিষ্ট কার্যক্রমে প্রায় ৩০০ জনের মতো জনজাতি অংশের মহিলারা উপস্থিত ছিলেন ।এই সংবাদ সংগ্রহ করতে যান কমল ত্রিপুরা নামে এক সাংবাদিক ।দুর্বৃত্তরা বিজেপির কর্মসূচির সংবাদ সংগ্রহ করা যাবে না বলে সাংবাদিকের উপর প্রাণঘাতী আক্রমণ চালায় ।এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব মঙ্গল দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসে ।দুষ্কৃতিকারীরা তখন তার উপর প্রাণঘাতী হামলা চালায় ।তিনি আরো জানান ,আহতরা জানিয়েছেন ,তিপ্রা-মথার সমর্থকরা এই হামলা চালিয়েছে ।কিন্তু এভাবে বেশি দিন চলতে পারেনা। এই ধরনের রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না। মানুষ এটাকে গ্রহণ করবেন না।
গতরাতে মান্দাইয়ে বিজেপির মন্ডল অফিসে ভাঙচুরের ঘটনারও তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী ।এক প্রশ্নের উত্তরে তিনি জানান ,শরিক দল হলেই চলবে না ,আমরাও আমাদের মতই কথা বলব। পাশাপাশি আইন আইনের মত কথা বলবে ।তিনি আরো জাদান ,কোন উন্নয়নমূলক কাজ করা যাবে না এটা হতে পারে না ।বিজেপি দল সবসময়ই শান্তিতে বিশ্বাসী। সরকারও শান্তিতে বিশ্বাস করে ।তিনি আরো জানান, এই সমস্ত ঘটনার পেছনে সুগভীর চক্রান্ত রয়েছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেন ,এই সমস্ত ঘটনায় আইন আইনের পথে চলবে, সরকার এই সিদ্ধান্তই গ্রহণ করেছে।এদিন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।