তেলিয়ামুড়া প্রতিনিধি:
তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি–র ১৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার শহরের কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংস্থার মুখপত্র ‘সলতে’–র শুভ মুক্তি, বহুভাষিক কবি সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য, প্রখ্যাত সাহিত্যিক ও নাট্যকার মনুরঞ্জন গোপ, তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম অঞ্জন দাস এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব ডঃ বিষু কর্মকার সহ এলাকার নানা গুণীজন।
প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। অতিথি বক্তারা তাঁদের মূল্যবান আলোচনা তুলে ধরেন এবং নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও সাহিত্যিকরা তাঁদের স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন। তাঁদের সংবর্ধনাও জানানো হয়। চেয়ারম্যান রূপক সরকার তাঁর বক্তব্যে নবচিন্তনের ১৫ বছরের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে বিশেষভাবে প্রশংসা করেন এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তৎসঙ্গে উনি উপস্থিত যুবক যুবতী সহ ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল এবং নেশার কুপ্রভাব নিয়ে আলোচনা করেন।
আজকে, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ।