আসন্ন শারদীয়া উৎসবে পিছিয়ে পড়া অংশের মানুষেরাও যাতে নতুন বস্ত্র পরিধান করে আনন্দে সামিল হতে পারে, তার জন্য এবার এগিয়ে এলো শাসকদল বিজেপি। দলের সদর গ্রামীণ জেলার উদ্যোগে এবার প্রায় ৬০০ জন মহিলার হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। এমনটাই আবার দেখা গেল খয়েরপুর বিধানসভার অন্তর্গত মেগলী পাড়া চা বাগানে। আর এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। এদিন সংবাদ মাধ্যমের সামনে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ২ রা সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে মাতৃশক্তির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। সমাজের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে ।