পূজার আগে শ্রমিকদের বোনাস এবং এক্সগ্র্যাসিয়া প্রদানের দাবিতে শহরে জমায়েত , মিছিল এবং সভা সংঘটিত করল সিআইটিইউ। এর নেতৃত্বে ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি জানান ,বোনাস এবং এক্সগ্র্যাসিয়া প্রদান সরকারের কোন দান বা দক্ষিণা নয় ,এটা শ্রমিকদের অধিকার ও সরকারের আইন।
শারদ উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ।চারিদিকেই চলছে জোর কদমে প্রস্তুতি। শারদ উৎসবকে সামনে রেখে বোনাস এবং এক্সগ্র্যাসিয়া পাওয়ার আশায় শ্রমিকরা মালিক এবং সংস্থার দ্বারে দ্বারে ঘুরছেন ।পূজার আগে শ্রমিকদের বোনাস এবং এক্সগ্র্যাসিয়া প্রদান ইস্যুটিকে হাতিয়ার করে বৃহস্পতিবার শহরে জমায়েত , মিছিল এবং সভা সংঘটিত করলো সি আই টি ইউ ।মূলত সি আই টি ইউ এবং কৃষক ফ্রন্ট এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এই কর্মসূচি সংঘটিত করা হয় ।এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে ।তার সাথে ছিলেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই কর্মসূচি প্রসঙ্গে সিআইডিইউ রাজ্য সম্পাদক মানিক দে বলেন , পূজার আগে শ্রমিকদের বোনাস এবং এক্সগ্র্যাসিয়া প্রদান একটা আইন ।কিন্তু শ্রমিকদের বোনাস এবং এক্সগ্র্যাসিয়া দেওয়া হচ্ছে না ।এটা কোন দান-দক্ষিণা নয় ।এটা শ্রমিকদের প্রাপ্য অধিকার। কিন্তু বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কোন হেলদোল নেই বলে জানিয়ে তিনি বলেন ,এরই প্রতিবাদে এই জমায়েত ,মিছিল এবং সভা সংঘটিত করা হচ্ছে।
এদিন সিআইটিইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয় ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অফিস লেনস্হিত সি আই টি ইউ রাজ্য দপ্তরের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলে বিভিন্ন সংস্থার বাম সমর্থিত শ্রমিকরা অংশগ্রহণ করেন।