Tuesday, October 14, 2025
বাড়িখবররাজ্যবিশ্বকর্মা পুজোর দিন অস্ত্র পূজা করল টিএসআর জওয়ানরা

বিশ্বকর্মা পুজোর দিন অস্ত্র পূজা করল টিএসআর জওয়ানরা

প্রতি বছরের মত এবারও দেব শিল্পী বিশ্বকর্মা পূজোর দিন অস্ত্র পূজা অনুষ্ঠিত হলো আর কে নগর স্থিত সেকেন্ড ব্যাটেলিয়ান টিএসআর ক্যাম্পে ।যাকজমক ভাবে আয়োজন করা হয় দেব শিল্পী বিশ্বকর্মা পূজোর সাথে অস্ত্র পূজার ।এবছর ৩৪ তম বর্ষে পদার্পণ করলো টিএসআর দ্বিতীয় ব্যাটেল এর বিশ্বকর্মা পূজো এবং সেই সাথে অস্ত্রপূজো।

রাজ্যে ও বুধবার যথাযোগ্য মর্যাদায় পুজিত হচ্ছেন দেব শিল্পী বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষ দিনে এই পুজো পালিত হয় ।মূলত বিশ্বকর্মা পুজো হলো বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বরিক স্থপতি এবং কারিগর ভগবান বিশ্বকর্মার সম্মানে পালিত একটি গুরুত্বপূর্ণ উৎসব। কারিগর ,প্রকৌশলী এবং শ্রমিকদের সরঞ্জাম ও কাজের জন্য আশীর্বাদ প্রার্থনা করার দিন হিসেবে এই উৎসবটি পালিত হয়। বিশ্বকর্মা পুজোর দিন অস্ত্র পুজোর আয়োজন করা হয় আর কে নগর স্থিত টিএসআর এর দ্বিতীয় ব্যাটেলিয়ানের ক্যাম্পে ।একই মন্ডপে বাবা বিশ্বকর্মার সাথে পুজিত হয় টিএসআরের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ।এই উপলক্ষে বাবা বিশ্বকর্মার কাছে টি এস আর জওয়ানরা অস্ত্রগুলো যেন সঠিক সময়ে সঠিকভাবে কাজ করে সেই প্রার্থনা করেন ।এদিন আর কে নগরস্হিত টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ান ক্যাম্পের এক আধিকারিক এই কথা জানান।

সাধারণত নবরাত্রির নবম দিনে আমাদের দেশে অস্ত্র পূজা পালিত হয় ।সেদিন মানুষ তাদের পেশাগত কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং অস্ত্র পূজা করে থাকে। এই পূজা কে আয়ুধা পূজা বলে থাকেন অনেকেই ।এদিন সৈনিকরা তাদের অস্ত্র পূজা করে ।হিন্দু পুরাণ অনুসারে দেবী দুগ্গা মহিষাসড়কে বধ করার সময় দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র প্রদান করেছিলেন ।সেগুলো থেকেই এই অস্ত্র পূজার উৎপত্তি ।কিন্তু রাজ্যে টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়ানের জোয়ানরা দেব শিল্পী বিশ্বকর্মা পূজোর দিন অস্ত্র পুজো করে থাকেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য