Tuesday, October 14, 2025
বাড়িখবররাজ্যস্বচ্ছতাই নিরাপদ, সচেতনতাই এর শ্রেষ্ঠ পন্থা -মুখ্যমন্ত্রী

স্বচ্ছতাই নিরাপদ, সচেতনতাই এর শ্রেষ্ঠ পন্থা -মুখ্যমন্ত্রী

স্বচ্ছতাই জীবনের জন্য নিরাপদ ,সচেতনতাই স্বচ্ছতার একমাত্র উপায়। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক স্বচ্ছতা হি সেবা -২০২৫ কর্মসূচির উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য নিধি দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনসহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্বচ্ছ ভারত গড়তে সপ্তাহে দুই ঘন্টা করে বছরে মোট ১০০ ঘন্টা কায়িক শ্রম দান করার শপথ গ্রহণ করেন।

বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মবার্ষিকী ।এই উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহি সেবা পক্ষ কর্মসূচি। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক স্বচ্ছতাহি সেবা 2025 কর্মসূচটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য নিধি দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে ২ রা অক্টোবর পর্যন্ত দেশে সেবা পক্ষ কাল হিসেবে পালন করা হয় ।আজ থেকে এই কর্মসূচি শুরু হলো। মাতি ত্রিপুরা সুন্দরীর নিকট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী ।এরপর স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ত্রিপুরার কীর্তি বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,জাতীয় পর্যায়ে স্বচ্ছ ভারত মিশনে রাজ্য বিরাট জায়গা করে নিয়েছে। স্বচ্ছ ভারত গ্রামীণ মিশন প্রকল্পে ৭৬৫ টি গ্রামে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সফলভাবে কার্যকর করা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৫ লক্ষ ১৩২ টি ব্যক্তিগতভাবে গ্রামীণ শৌচাগার রয়েছে ।এছাড়া ৫৯০ টি কমিউনিটি শৌচাগার রয়েছে ।মুখ্যমন্ত্রী বলেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেই মতো ঘর থেকেই স্বচ্ছতা শুরু হওয়া উচিত ।রাজ্য সরকার স্বচ্ছ শহর ও স্বচ্ছ গ্রাম গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।এর জন্য ড্রেনগুলো কভার ড্রেন করা হচ্ছে ।এতে খানিকটা অসুবিধা হয়তো বা হচ্ছে, কিন্তু তা সাময়িক ।তিনি বলেন ,সবকিছুই অনুশাসনের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে সচেতনতাই একমাত্র হাতিয়ার ।যত বেশি মানুষকে সচেতন করা যাবে মানুষ তত বেশি সচেতন হবেন ।তিনি বলেন ,ছোটদের মধ্যে স্বচ্ছতাটাকে অভ্যাসে পরিণত করতে হবে ।কারণ স্বচ্ছতাই নিরাপদ।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানীয় জল ও স্বাস্থ্য নিধি দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন ,আমাদের হাতে শক্তি থাকলেও পরিছন্নতাতেই আমাদের মুক্তি ।তাই চলুন সকলে মিলে পরিচ্ছন্ন ত্রিপুরা ,পরিচ্ছন্ন ভারত গড়ে তুলি ।মন্ত্রী আরো বলেন ,স্বচ্ছতার এই যাত্রা আমাদের মধ্যে সুস্থতা ও উন্নয়ন বয়ে নিয়ে আসুক। আগামী প্রজন্মের জন্য স্বচ্ছতা একান্ত জরুরি বলে মনে করেন তিনি ।বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন মন্ত্রী কিশোর বর্মন। এই অনুষ্ঠানে দেশকে স্বচ্ছ রাখতে বছরে ১০০ ঘন্টা অর্থাৎ প্রতি সপ্তাহে দুই ঘন্টা কায়িক শ্রম দান করার শপথ গ্রহণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য