বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই সেপ্টেম্বর.….…খোয়াই এর আন্তর্জাতিক সীমানা পহরমুরা এলাকায় অবস্থিত খোয়ায় নদী দিয়ে বাংলাদেশে পাচার কালে ১০৪ নং ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানরা সোমবার সকালে ৯ লক্ষ ৫৯ হাজার টাকার দামি কাপড় আটক করল। সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানা যায় ১৪ টি বড় বড় প্যাকেটের মধ্যে ৬৬১ টি দামি শাড়ি পাচারের উদ্দেশ্যে খোয়াই পহরমুরা এলাকার খোয়াই নদীর পাড়ে এই কাপড়গুলি জমা করেছিল পাচারকারীরা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে। কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারির ফলে পাচারকারী সেই কাপড়গুলি ক
খোয়াই নদী পার করে বাংলাদেশে প্রেরণ করতে পারিনি। নদীর পাড়ের জমাকৃত কাপড়ে স্তুপ দেখে সীমান্ত রক্ষী বাহিনীর সন্দেহ জাগে এরপর তারা ধাওয়া করলে পাচারকারীরা ওই সমস্ত কাপড়ের প্যাকেটগুলি ফেলে পালিয়ে যায় বলে জানান সীমান্ত রক্ষী বাহিনীরা। তবে প্রাক পূজার মুহূর্তে ১০৪ নং ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীদের এক বড় সাফল্য বলে মনে করছেন তারা। তবে এই ধরনের অভিযান আগামী দিন ও জারি থাকবে বলে জানান সিমান্ত রক্ষী বাহিনীরা।