Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই ব্লক আধিকারিকের কাছ থেকে অভিযোগ পত্র প্রত্যাহার করে নিলেন সিপাই হাওর...

খোয়াই ব্লক আধিকারিকের কাছ থেকে অভিযোগ পত্র প্রত্যাহার করে নিলেন সিপাই হাওর পন্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।

খোয়াই প্রতিনিধি ১৫ই সেপ্টেম্বর…….. খোয়াই ব্লক আধিকারিক অনিরুদ্ধ দাস এর কাছ থেকে অভিযোগ পত্র প্রত্যাহার করে নিলেন খোয়াই সিপাই হাওর পন্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।গত ৯ ই সেপ্টেম্বর রাতে খোয়াই থানাধীন সিপাই হাওর পঞ্চায়েতের অন্তর্গত শ্মশান ঘাটে এক মৃতদেহের সৎকার নিয়ে মৃতদেহের পরিবার এবং সিপাই হওয়ার পঞ্চায়েতের অন্তর্গত আমতলী এলাকার জনগণের মধ্যে ব্যাপক ঝামেলা তৈরি হয় ।পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে সেই এলাকার বেশ কয়েকজন মিলে পুলিশকে মারধর এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনের বিরুদ্ধে সপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করেন। পাশাপাশি পুলিশ যাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন এর মধ্যে স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রদান সুদীপ দেববর্মা এবং পঞ্চায়েতের এক সদস্য গৌতম তাঁতিকে অভিযুক্ত করেন পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১২ ই সেপ্টেম্বর সিপাই হাওর পঞ্চায়েতের প্রধান সহ সাত জন পঞ্চায়েত সদস্য খোয়াই ব্লক আধিকারিক কাছে লিখিত ভাবে আবেদন করেন যে গত ৯ সেপ্টেম্বর ঐ রাতের ঘটনার সুস্থ বিচারের দাবিতে একটি আবেদন পত্র প্রদান করেন। অন্যথায় প্রধান সহ সাত জন পঞ্চায়েতের সদস্যরা পদতেগের ইচ্ছাও প্রকাশ করেন । যদিও তারা ঐ দিন পদত্যাগ করেনি। কিন্তু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তারা পদত্যাগ করেছে বলে।সেই অনুযায়ী সোমবার দুপুর নাগাদ খোয়াই ব্লক আধিকারিক অনিরুদ্ধ দাসের কাছ থেকে সেই আবেদন পত্র প্রত্যাহার করে নিয়ে যান প্রধান সহ ৭ জন পঞ্চায়েত সদস্য । পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত সদস্যরা পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার জানিয়ে দেন আগে তারা কোন পদত্যাগ পত্র জমা দেননি। সমস্ত পন্চায়েত সদস্যরা আগের মতই তারা পঞ্চায়েতের নির্দিষ্ট পদে রয়েছেন এবং কাজকর্ম করছেন বলে জানান সংবাদ মাধ্যমের কাছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য