অনেক বাধা বিপত্তি পেরিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে মহানাম অঙ্গন আশ্রম টি ।রবিবার শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
দেখতে দেখতে ৪৪ বছর পেরিয়ে ৪৫ তম বর্ষে পদার্পণ করল নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রম ।মন্দিরের 44 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় রবিবার ।এই উপলক্ষে মহানাম অঙ্গন আশ্রমে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,ধর্মীয় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, কর্পুরেটর রত্না দত্ত ,নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ডাক্তার সঞ্জয় নাথ সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে এই রক্তদান উৎসবের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।ধর্মীয় সংগঠনের উদ্যোগে এই ধরনের মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়েই এই মন্দির মাথা তুলে দাঁড়িয়েছে ।একটা সময়ে মন্দিরে কীর্তন ও পূজা পাঠ নিয়েও অসুবিধার সৃষ্টি হয়েছিল ।মানুষ প্রথমে পূজা কীর্তন গ্রহণ করতে চাননি। জগন্নাথ জিও মন্দিরেও এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ।কিন্তু মানুষ যখন পড়ে বোঝেন তখন এই পূজা অর্চনা মেনে নেন।
এই রক্তদান উৎসবে স্বাগত ভাষণ রাখেন নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায়। শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত 15 তম স্বেচ্ছায় রক্তদান উৎসবে রক্তদাতাদের উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।