Sunday, September 14, 2025
বাড়িখবররাজ্যস্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিনে স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিনে স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। অভিযোগের তির শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ।ঘটনা রাজধানীর সাধুটিলা রেল ব্রিজের নিচে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন উদ্ধার হল স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ ।ঘটনা শনিবার সকালে রাজধানীর সাধুটিলা রেল ব্রিজের নিচে ।মৃত মহিলার নাম গীতা সূত্রধর। বয়স আনুমানিক ২৭ বছর। ঘটনার বিবরণে জানা গেছে, মৃতার স্বামী প্রসেনজিৎ সূত্রধর ওএনজিসির লেবার এর কাজ করতেন ।চলতি মাসের নয় তারিখ ওএনজিসির একটি ড্রিলিং সাইটে এক দুর্ঘটনায় মাথার উপর পাইপ পরে মৃত্যু হয় স্বামীর ।শনিবার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল ।শ্রাদ্ধের জন্য সমস্ত আয়োজন করা হয়। প্রসেনজিৎ সূত্রধরের আকস্মিক মৃত্যুর ঘটনার পর ওএনজিসি কর্তৃপক্ষ শোকার্ত স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিল ।এই টাকা দিয়েই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।কিন্তু রহস্যজনকভাবে শনিবার সাত সকালে সাধু টিলা সংলগ্ন রেল ব্রিজের নিচে গীতা সূত্রধরের অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তদন্তের জন্য নিয়ে আসা হয় পুলিশ কুকুরকেও ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ।মৃতা গীতা সূত্রধরের শশুর ,ভাসুর এবং শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু জানাতে রাজি হননি পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।

এদিকে মেয়ের মৃত্যুর ঘটনাটি একটি হত্যাকান্ড বলে আখ্যায়িত করেন তার পিতা। তিনি জানান ,শ্রাদ্ধের কাজ নিয়ে গতকাল রাত এগারোটার সময়ও মেয়ের সাথে ফোনে কথা হয়েছে তার। এরপর কি হয়েছে তা তিনি জানেন না ।তার অভিযোগ ,মেয়ের শ্বশুর-শাশুড়ি এবং ভাসুর মিলেই তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এদিন পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। সাত সকালে এক গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় সাধুটিলা এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য