Saturday, September 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ৯টি তালা কেটে ৩৫ আলমিরা ভেঙ্গে...

খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ৯টি তালা কেটে ৩৫ আলমিরা ভেঙ্গে গভীর রাতে তান্ডব চালায় চোরের দল।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১২ই সেপ্টেম্বর……খোয়াই থানা থেকে ২০০ মিটার দূরে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার গভীর রাতে চুরের দল প্রথমে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে মেইন গেটের তালা কেটে প্রথমে স্কুলে প্রবেশ করে। এরপর স্কুলের বিভিন্ন রুমের ৩৫ টি আলমিরা এবং এগারোটি তালা ভেঙ্গে তছনছ করে কিছু জিনিসপত্র নিয়ে যায়। যদিও স্কুল থেকে কোন টাকা-পয়সা চুরি হয়েছে কিনা সঠিকভাবে বলতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। তবে এ নিয়ে তদন্ত করছে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ মিলে।এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। কিছুদিন পরপরই চুরের দল সঙ্ঘবদ্ধ ভাবে এই ধরনের চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে খোয়াই চেবরী এলাকায় দুইটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে। দিন দিন চুরির ঘটনা ঘটে যাচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ আনতে পারিনি। জনসাধারণের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার সকালে প্রাথমিক বিভাগের পরিক্ষা ছিল তাই শিক্ষকরা সকাল সকাল এসে পরে স্কুলে এবং এই ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পাশাপাশি স্কুলের প্রাথমিক বিভাগের মিডডে মিলের কিছু বাসনা পত্রও নিয়ে যায় চোরের দল বলে জানান তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য