Saturday, September 13, 2025
বাড়িখবররাজ্যআত্মহত্যার ঘটনা রোধে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে- মন্ত্রী টিংকু রায়

আত্মহত্যার ঘটনা রোধে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে- মন্ত্রী টিংকু রায়

ছেলে মেয়েদের উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে অভিভাবকদের বিরত থাকতে হবে। তবেই আত্মহত্যার হার অনেকাংশে হ্রাস পাবে ।বুধবার বিশ্ব আত্মহত্যা প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রেলিতে অংশ নিয়ে বলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় ।ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’র রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত হয় এই সচেতনতা রেলি।

আত্মহত্যা একটি মানসিক রোগ ।আত্মহত্যা জনিত ঘটনা প্রশমনে প্রতিবছর 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রশমন দিবস উদযাপন করা হয় ।এই উপলক্ষে বুধবার রাজধানীতে এক সচেতনতা রেলীর আয়োজন করে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখা।রেলিতে অংশগ্রহণ করেন সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় ।রেলিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।এই রেলিতে অংশ নিয়ে মন্ত্রী টিংকু রায় জানান, আত্মহত্যার ঘটনাগুলো কিভাবে কমানো যায় তা নিয়ে অভিভাবকদের চিন্তাভাবনা করা উচিত। কারণ আমরা যেভাবে ছেলেমেয়েদের উপর চাপ সৃষ্টি করি বা কোন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।ছেলেমেয়েদের তাদের মতন করে বাঁচার সুযোগ তৈরি করে দিতে হবে।

এই সচেতনতা রেলিতে রাজ্যের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য