বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই সেপ্টেম্বর……মঙ্গলবার সন্ধ্যে ৭ ঘটিকায় তর্পণ সামাজিক-সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সংবাদসূর্য্য ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মহাশয়ের প্রয়াণ দিবস উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার অফিস গৃহে।অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন এই সংস্থার সভাপতি বিশিষ্ট লেখক প্রিয়তোষ ঘোষ‚ এবং সভাপতিত্ব করেন সংস্থার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি দীপাঞ্জন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক অসিত বরন ঘোষ‚ বিশিষ্ট কবি প্রণব কান্তি চৌধুরী‚ দিপেন নাথ শর্ম্মা‚ দীপঙ্কর চক্রবর্তী‚ করুণা দেবনাথ‚ সুমিতা রায়‚ সুব্রত আচার্য্য‚ সুব্রত দেব প্রমুখরা। অনুষ্ঠানে উপস্থিত সবাই একসাথে উপনিষদের শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ লেখক প্রিয়তোষ ঘোষ‚ এরপর বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক অসিত বরন ঘোষ। একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কবি ও সঙ্গীতশিল্পী সৌর প্রতিম শর্ম্মা। তারপর বক্তব্য রাখেন বরিষ্ঠ কবি প্রণব কান্তি চৌধুরী‚ বিশিষ্ট কবি-সাহিত্যিক দিপেন নাথ শর্ম্মা‚ দীপঙ্কর চক্রবর্তী। স্ব-রচিত কবিতা পাঠ করেন করুণা দেবনাথ‚ সুমিতা রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি দীপাঞ্জন ভট্টাচার্য্য প্রয়াত সাংবাদিক ভূপেন দত্ত ভৌমিক এর কর্ম জীবন নিয়ে আলোচনা করেন। এবং উনার বক্তব্য রাখার মধ্য দিয়ে এই দিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।