বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই সেপ্টেম্বর…….. গত ১৫ বছর ধরে খোয়াই পূর্ত দফতরের অধীন জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের প্রায় ৪০০ মিটার রাস্তার বেহাল দশা। সারাই করার কোন উদ্যোগ নেয়নি পূর্ত দপ্তর। ফলে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী। ঘটনা বিবরণে জানা যায় খোয়াই জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চার নম্বর ওয়ার্ড এলাকার পূর্ত দফতরের অধীন প্রায় ৪০০ মিটার বেহাল রাস্তাটির সংস্কারের দাবি উঠছে এলাকার জনগণের পক্ষ থেকে বহু বছর ধরে। কিন্তু পূর্ত দপ্তর এলাকাবাসীর দাবিকে পাত্তা দিচ্ছেন না। অথচ দেখা গেছে বিগত কয়েক মাসে পূর্ত দপ্তরের অধীন খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকার রাস্তাঘাট সারাই করে দেওয়া হয় খোয়াই পূর্ত দপ্তরের উদ্যোগে। কিন্তু পরিতাপের সাথে বলতে হচ্ছে কোন এক কারণবশত খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ঠিকঠাক হলেও খোয়াই জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের রাস্তাটির বেহাল দশার কোন পরিবর্তন করে দেয়নি পুর্ত দপ্তর।এই বিষয়ে এলাকা বাসীরা জানায় বিগত ১৫ বছর ধরে পূর্ত দপ্তরের অধীনে প্রায় ৪০০ মিটার রাস্তা অর্থাৎ খোয়াই জাম্বুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে খোয়াই অফিস টিলা ডি ডাব্লিউ এস অফিস সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা । গোটা বিষয়টি নিয়ে এই এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন এই বিষয়টিকে কেন্দ্র করে এলাকাবাসী পূর্ত দফতর সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার জানানোর পরও কাজের কাজ কিছু হয়নি আজ পর্জন্ত। শেষে এলাকাবাসীরা বাধ্য হয়ে গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে তাদের এই রাস্তার দূর্দশার কথা তুলে ধরেন জাতে সংবাদ প্রকাশের পর পূর্ত দপ্তরের ঘুম ভাঙ্গে এবং জাম্বুরার এই রাস্তাটিকে সারাই করে দেয়। শুধু তাই না ওই এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এও জানান এই রাস্তা ধরে চলাচল করতে গিয়ে রাত দুপুরে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এই রাস্তা ধরে চলাচল কারি জনসাধারণের। শুধু তাই না এই রাস্তা ধরে কোন টমটম চালক যাত্রী নিয়ে আসা-যাওয়া করতে গেলে প্রায় সময়ই দুর্ঘটনার স্বীকার হতে দেখা গেছে। তাতে করে বর্তমান সময়ে কোন টমটম চালক এই রাস্তা ধরে যাত্রী নিয়ে আসা-যাওয়া করতে অনীহা প্রকাশ করে। তাই এলাকাবাসীর সংবাদ মাধ্যমের কাছে সমস্ত বিষয়টি তুলে ধরে যাতে করে সংবাদ প্রকাশের পর পূর্ত দপ্তরের কাল ঘুম ভাঙ্গে এবং এই রাস্তাটি দ্রুত মেরামত করে দেয় আসন্ন দূর্গা পূজার আগে।