অবশেষে ১৬ কোটি টাকা গচ্ছা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ।তিনি জানান হায়দ্রাবাদের একটি ফ্রড সংস্থা জাল চেক ব্যবহার করে ব্যাংক থেকে আগরতলা পৌর নিগমের ১৬ কোটি টাকা তুলে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে পশ্চিম থানায় অভিযোগ জানানো হয়েছে। ব্যাঙ্কে রাখা সব টাকা ফেরত চেয়ে ইউকো ব্যাংক কর্তৃপক্ষকে নিগমের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান মেয় র দীপক মজুমদার।
ইউকো ব্যাংকের আগরতলা ব্রাঞ্চ অফিস থেকে আগরতলা পৌর নিগমের ১৬ কোটি টাকা হাফিজ হয়ে গেছে ।ছয়টি চেকের মাধ্যমে এই টাকা হাফিজ হয়েছে ।এই চেক গুলি জাল চেক ছিল ।আসল চেকগুলি রয়ে গেছে পৌর নিগম কর্তৃপক্ষের কাছে ।সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আজ নীরবতা ভঙ্গ করেছেন আগরতলা পৌর নিগমের মেয় র তথা বিধায়ক দীপক মজুমদার ।শনিবার সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেয়র জানান, নিগমের বিভিন্ন প্রজেক্ট এর টাকা আমরা বিভিন্ন ব্যাংকে জমা রাখি ।নিরাপত্তার কারণেই এটা করা হয় ।সেই মত ইউকো ব্যাংকের আগরতলা ব্রাঞ্চে পৌর নিগমের কিছু টাকা রয়েছে। কিন্তু ব্যাংক থেকে আমাদের ১৬ কোটি টাকার উপর বেআইনিভাবে বেরিয়ে গেছে। বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে ।তিনি আরো জানান ,আমরা আমাদের টাকা ফেরত পেতে ইউকো ব্যাংক কর্তৃপক্ষের নিকট চিঠি দিয়েছি ।ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এদিকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।তদন্তের প্রথম পর্যায়ে পুলিশ ইউকো ব্যাংকের সিসি টিভির ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে ।পুলিশ সূত্রে জানা গেছে ,আগরতলা পৌর নিগমের ১৬ কোটি টাকা জালিয়াতি কান্ডে একাধিক ব্যাংক এবং নিগম কর্মী গ্রেফতার হতে পারেন।