গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালা বস্তি এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগারের কিছু খালি কন্টেইনার সহ ২ যুবককে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ ।অভিযানে এলাকা থেকে ৫ টি বাইকও সিজ করে পুলিশ ।এদিন এনসিসি থানার পুলিশ আধিকারিক প্রাজিত মালাকার এই সংবাদ জানিয়েছেন।
এনসিসি থানার নাকের ডগায় অবস্থিত গোয়ালা বস্তিতে নেশা কারবারের রমরমা ।শুক্রবার গোপন সংবাদে এই খবর পেয়ে বিশাল সংখ্যক টিএসআর, সিআরপিএফ এবং পুলিশ বাহিনী নিয়ে গোয়ালা বস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান চালান এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার ।অভিযান কালে পুলিশ গোয়ালা বস্তির একাধিক দোকান থেকে ব্রাউন সুগারের খালি কন্টেইনার উদ্ধার করে। সংশ্লিষ্ট ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে পাঁচটি মোটর বাইক উদ্ধার করা হয় ।উদ্ধার করা বাইক গুলি স্থানীয়দের নয় ।এদিন অভিযান শেষে এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার এই সংবাদ জানান। তিনি জানান, শারদ উৎসবকে সামনে রেখে নেশা বিরোধী অভিযান চালানো হয়েছে ।এই অভিযানের অঙ্গ হিসেবেই গোপন সাংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ গোয়ালাবস্তি এলাকায় অভিযান চালানো হয়।
এনসিসি থানার পুলিশের এই অভিযানে গোয়ালা বস্তি এলাকার কিছু প্রতিবাদী জনগনও সহযোগিতা করেন। সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার।