Saturday, October 19, 2024
বাড়িখবরলাইফ স্টাইলমাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকায় মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি

মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকায় মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি

মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন মাছমারা এমসিএইচ ক্লিনিকে , উত্তর মাছমারা এবং কামদেবছড়া উপস্বাস্থ্যকেন্দ্রে গত ৫ এপ্রিল মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে এলাকার মোট ২১ জন শিশু ও ১৬ জন গর্ভবতী মাকে রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানোর উপকারিতা , গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা , কোভিড -১৯ টিকা গ্রহণ , রক্তাল্পতা রোধে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট সেবন , আয়রনযুক্ত খাবার খাওয়া নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার সলোমন রিয়াং , এমপিডব্লিও অনিতা চাকমা , নির্মল চাকমা ও দৈতপতি দেববর্মা এবং আশাকর্মী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য