Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যনয়াপাড়া অঙ্গনওয়াড়িকেন্দ্রে স্বাস্থ্য শিবির

নয়াপাড়া অঙ্গনওয়াড়িকেন্দ্রে স্বাস্থ্য শিবির

ঊনকোটি জেলার কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন গৌরনগর উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন নয়াপাড়া অঙ্গনওয়াড়িকেন্দ্রে গত ৪ এপ্রিল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে ২১ জনকে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয় । এর মধ্যে জ্বরের উপসর্গ ছিল ছয় জনের ও সাধারণ সর্দি কাশি ছিল তিন জনের । এই শিবিরে গর্ভবতী মা ছিলেন চার জন । তাদেরকে রক্তচাপ পরীক্ষা ও ম্যালেরিয়া রোগ সনাক্তকরণের জন্য ব্লাড স্লাইড সংগ্রহ করা হয় । স্বাস্থ্যকর্মীরা এই শিবিরে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , মাতৃদুগ্ধ পানের উপকারিতা ও প্রয়োজনীয়তা , গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব , মানুষের সুস্থ দেহ ও মনের বিকাশে যোগার গুরুত্ব , ডায়ারিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । এই শিবিরে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার রূপালী ধর , এমপিডব্লিও সাগর ধর ও এলাকার আশাকর্মী । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য