বিভিন্ন অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার ,একটি বাইক এবং স্কুটি ও দুটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিলো এনসিসি থানার পুলিশ ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ।তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার গুলির আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা।
একাধিক চুরির ঘটনায় তদন্তে নেমে উদ্ধার হওয়া স্বর্ণালংকার ,একটি বাইক, একটি স্কুটি এবং দুটি গ্যাসের সিলিন্ডার শনিবার সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল এনসিসি থানা কর্তৃপক্ষ ।গত দু মাস আগে এনসিসি থানার অধীন ভাটি অভয়নগর এলাকার এক বাড়ি থেকে চোরের দল 5 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে। প্রায় একই সময়ে এনসিসি থানার অধীন বিভিন্ন স্থান থেকে একটি বাইক এবং একটি স্কুটি চুরি হয় ।সংশ্লিষ্ট চুরি কাণ্ডের তদন্তে নেমে পুলিশ ভাটি অভয়নগর থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় । পুলিশ এই ক্ষেত্রে তিনজন চোরকে পুলিশ জালে তুলে ।অপরদিকে বাইক চুরি কান্ডের তদন্তে নেমে পুলিশ একটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করতে সক্ষম হয় ।আদালতের নির্দেশ মেনে বাইক ,স্কুটি ,দুটি গ্যাসের সিলিন্ডার এবং স্বর্ণালংকার গুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেয় এনসিসি থানার পুলিশ ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ।এদিন জেলা পুলিশ আধিকারিক নমিত পাঠক এই সংবাদ জানান।
এদিকে চুরি যাওয়া স্বর্ণালংকার, বাইক ,স্কুটি এবং গ্যাসের সিলিন্ডার ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা। এই ধরনের ঘটনায় এনসিসি থানার পুলিশের উপর জনগণের আস্থা আরো বৃদ্ধি পাবে বলে অভিমত প্রকাশ করেন তারা।



