বিভিন্ন সামরিক বাহিনীতে জেনারেল ডিউটি পদে কনস্টেবল নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের শারীরিক পরীক্ষা পুনরায় রাজ্যেই করানোর দাবি জানাল কোয়ালিফাইড পরীক্ষার্থীরা ।মিজোরামের আইজলে পরীক্ষা দিতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে রাজ্যে ফিরে এসে বুধবার লোকসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট সংশ্লিষ্ট বিষয়ে দাবি জানান।
বিএসএফ ,সিআইএসএফ, সিআরপিএফ ,ইন্দু তিব্বতিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি, এস এস বি ,এস এস এফ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সিপাই পদে শূন্য পদ পূরণের জন্য জাতীয় ভিত্তিতে ৩ পর্যায়ের পরীক্ষার ব্যবস্থা করে স্টাফ সিলেকশন কমিশন ।২০২৫- ২৬ সালে সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজ্যের কোয়ালিফাইড পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষার কেন্দ্র হিসেবে মিজোরামের আইজলকে সনাক্ত করে স্টাফ সিলেকশন কর্তৃপক্ষ ।সেই মতো রাজ্যের কোয়ালিফাইড প্রায় ৬০০০ পরীক্ষার্থী সম্প্রতি মিজোরামের আইজলে শারীরিক পরীক্ষার জন্য যায় ।কিন্তু সেখানে পরীক্ষা দিতে গিয়ে তারা বিভিন্ন ধরনের অব্যবস্থার শিকার হন। ফলে তারা বাধ্য হয়ে রাজ্যে ফিরে আসে। বুধবার তারা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রিত হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব দেবের নিকট সংশ্লিষ্ট পরীক্ষাটি রাজ্যে করানোর জন্য দাবি জানান। এদিন কোয়ালিফাইড পরীক্ষার্থীদের মধ্যে একজন জানান ,মিজোরামে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন অব্যবস্থার শিকার হন তারা। তাই তারা অন্যান্য বছরের মত এবারও এই শারীরিক পরীক্ষাটি রাজ্যে করানোর দাবি জানাচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে ,সারা দেশ থেকে এ বছর সংশ্লিষ্ট সামরিক ক্ষেত্রগুলিতে মোট ৫৩ হাজার ৬৯০টি শূন্য প দ পূরণ করা হবে।এর মধ্যে পুরুষদের শূন্য পদ রয়েছে ৪৮ হাজার ৩২০টি এবং মহিলাদের শূন্য পদ রয়েছে ৫৩৭০ টি ।রাজ্য থেকে শারীরিক পরীক্ষার জন্য প্রায় ছয় হাজার পুরুষ এবং মহিলা কোয়ালিফাইড হয়েছেন।