Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যলেফুংগা ব্লকে আইনি পরিষেবা ও প্রশাসনিক শিবির

লেফুংগা ব্লকে আইনি পরিষেবা ও প্রশাসনিক শিবির

রাজ্য আইনি পরিষেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল লেফুঙ্গা ব্লকের লেফুঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক আইনি পরিষেবা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় । শিবিরের সূচনা করেন ত্রিপুরা রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি সঞ্জয় ভট্টাচার্য । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত , অতিরিক্ত মহকুমা শাসক তখিরাই দেববর্মা , লেফুঙ্গা ব্লকের বিডিও মহেন্দ্র কাম্বে চাকমা প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট ও সেশন জজ অংশুমান দেববর্মা । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি অপরাজিতা দেববর্মা । অনুষ্ঠানে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ২০ টি ইনকাম , ৬৮ টি বার্থ সার্টিফিকেট , ২৭ টি এসটি , ৩১ টি পিআরটিসি , ১১ টি ম্যারেজ সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ২৬১ টি পিআরটিসি , ২২৮ টি এসটি , ১৮ টি এসসি সার্টিফিকেটের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয় । এছাড়া ১৩০ টি আধার কার্ডের নাম শুদ্ধিকরণ , ভোটার আই কার্ডের জন্য ১০ টি , রেশন কার্ডের জন্য ৩৮ টি আবেদনপত্র গ্রহণ করা হয় । শিবিরে বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয় । প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ৩০৩ টি প্রাণী ও পশুর চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয় । অগ্নি নির্বাপক দপ্তর এবং ত্রিপুরা রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় । পশ্চিম ত্রিপুরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য