শহরের বেহাল অবস্থা নিয়ে এবার সরব হল এস ইউ সি আই। তাদের দাবী শহর বাসীদের যাবতীয় সমস্যা এবং পরিষেবা ঘাটতির জন্য দায়ী একমাত্র পুর নিগম। তাই নাগরিকদের জলজ্যান্ত সমস্যা দূরীকরনে ৯ দফা দাবীর ভিত্তিতে আগরতলা পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন দিল এস ইউ সি আই।
এদিনের কর্মসূচি নিয়ে সংগঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমেকে জানান নাগরিকরা যথার্থ সময়ে কর প্রদান করলেও পরিষেবা পাচ্ছেন না। মশার উপদ্রব, নোংরা আবর্জনা, জল জমে থাকা এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রমাণ করে পুর নিগমের চূড়ান্ত ব্যর্থতা। তিনি আরও বলেন, শুধু তাই নয়, পুর নিগমের গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে শহরে ট্রাফিক জ্যাম এবং বায়ু দূষণ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। তাই – মশার উপদ্রব নির্মূলের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, জল জমে থাকা এলাকাগুলিওয়ার্লি এবং ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ ত্বরান্বিত করা। নিয়মিত আবর্জনা সাফাই ও শহরের প্রত্যেক ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন বসানো, বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা এবং শহরের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ ও ওষুধ সরবরাহের সুব্যবস্থা ইত্যাদি