জাত পাতের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারতকে সার্থক করতে হবে। সোম বার বিজেপি রাজ্য দপ্তরে ডাক্তার কালাম স্টার্টআপ ইয়ুথ অ্যাওয়ার্ড টু পয়েন্ট জিরো রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
গত 15 জুলাই থেকে বিজেপির মাইনরিটি সেলের উদ্যোগে সর্বভারতীয় ক্ষেত্রে ডাক্তার কালাম স্টার্টআপ ইয়ুথ অ্যাওয়ার্ড ২.০’র সূচনা করা হয়। এই অনুষ্ঠানে রাজ্য থেকে একজন সংখ্যালঘু অংশের এন্টারপেনার যোগদান করেন ।জাতীয় ক্ষেত্রে তাকে সম্মানিত করা হয় ।সোমবারের অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানায় বিজেপির মাইনরিটি সেল। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক মবশ্বর আলী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস নিয়ে বিজেপি দল পরিচালিত হবে। সেই মতই দল এবং সরকার পরিচালিত হচ্ছে ।প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারত। এই বিকশিত ভারতে হিন্দু-মুসলমান বোদ্ধ-খ্রিস্টান সবার অংশীদার রয়েছে। এই প্রসঙ্গে পূর্বতন রাজ্য সরকার এবং সিপিআইএম দলকে এক হাত নিয়ে তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর এরা রাজত্ব করে গেছে ।কিন্তু সিপিএমের সময় রাজ্যে সর্বমোট কর্মচারীদের মধ্যে মাত্র ০.৫% মুসলিম কর্মচারী ছিলেন। বর্তমান সময়ে সাত বছর ধরে বিজেপি সরকার পরিচালনা করছে। এই সময়ে রাজ্যে সরকারি কর্মচারীদের মধ্যে মুসলিম অংশের কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে সাত শতাংশ ।তিনি আরো বলেন ,সত্য, ন্যায় ,নীতি এবং নিষ্ঠায় বিজেপি বিশ্বাস করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারত গড়তে জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক মবশ্বর আলী সহ অন্যান্যরা।