শনিবার ১৭ তম পৃথক রাজ্য দাবি দিবস পালন উপলক্ষে রাজধানীতে জমায়েত সংঘঠিত করলো রাজ্যের অন্যতম উপজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন আইপিএফটি ।জমায়েতে বক্তব্য রাখেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যর।
৪১ তম এডিসি দিবসে ১৭ তম পৃথক রাজ্য দাবি দিবস পালন করলো উপজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন আইপিএফটি ।এদিন এই উপলক্ষে রাজধানীর মরা চৌমুহনী এলাকায় এক সমাবেশে আয়োজন করে এই দলটি। সমাবেশে দলের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হন ।সমাবেশে বক্তব্য রাখেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং ,সাধারণ সম্পাদক শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ।উল্লেখ্য ২০১৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আজকের দিনেই রাজধানীতে একটি বড়সড়ো জমায়েত এবং মিছিল সংঘটিত করে আইপিএফটা। সেই মিছিলে আক্রমণ সংঘটিত করা হয় ।এরপর নয় বছরের মাথায় এই প্রথম রাজধানীতে জমায়েত সংঘটিত করল আইপিএফটি দল ।এদিন এই সমাবেশ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, ২০০৯ সালে জনজাতি নেতা এন সি দেববর্মার নেতৃত্বে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে এই দল গঠন করা হয়। এরপর থেকে প্রতিবছর ২৩ আগস্ট দিনটিকে পৃথক রাজ্য দাবি দিবস হিসেবে দল পালন করে আসছে। তিনি আরো জানান ,দলের মূল দাবি হলো সংবিধান মোতাবেক এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন করা।
আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং জানান ,১৯৮৪ সালের ২৩ আগস্ট জনজাতিদের অস্তিত্ব রক্ষার লক্ষ্যে তৎকালীন কেন্দ্রীয় সরকার রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ গঠন করেছিল। ২০০৯ সালে দল গঠন হওয়ার পর থেকে প্রতিবছর এই দিনটিকে পৃথক রাজ্য দাবি দিবস হিসেবে পালন করে আসছে। তিনি আরো জানান ,এই দাবির ভিত্তিতে রাজ্যের রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এদিন একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।