কৃষি পশুপালন মৎস্য চাষ ইত্যাদি বিষয়ের রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে বর্তমান সরকার। বিশেষ করে সারা দেশের মধ্যে রাজ্যে মাছের গড় চাহিদা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। তাই এখনও রাজ্যের মাছের চাহিদা পূরণের জন্য বহির রাজ্য থেকে মাছ আমদানি করতে হয়, এই পরিস্থিতিতে রাজ্যকে মৎস্য চাষের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে মৎস্য দপ্তর। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সকল সরকারি পরিত্যক্ত জোলাশয় রয়েছে এই জলাশয়গুলিকে মৎস্য চাষের কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি হবে ও মানুষের অর্থ সংস্থার এবং কাজের ব্যবস্থা হবে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে শনিবার রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পৌর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাইমারা টিলা এলাকার পরিত্যক্ত জলাশয় গুলো ঘুরে দেখেন। এদিন মন্ত্রীর সঙ্গে পরিদর্শনকালে ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী এদিনের পরিদর্শন সম্পর্কে বলেন, রাজ্য সরকারের মৎস্য দপ্তর রাজ্যের সকল পরিত্যক্ত জেলা শহীগুলোতে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে গত বছর থেকে। সবকটি জেলার পরিত্যক্ত কুকুরগুলোকে মাছ চাষের জন্য নতুন করে সংস্কার করা হবে। মূল লক্ষ্য হচ্ছে রাজ্যকে মাছ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ করা বলেও জানান তিনি।