Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যরাজধানীর রাধানগর থেকে ধৃত এক ড্রাগস বিক্রেতা

রাজধানীর রাধানগর থেকে ধৃত এক ড্রাগস বিক্রেতা

অটো নিয়ে হেরোইন এবং দামি সিগারেট বিক্রি করতে এসে স্থানীয় যুবকদের হাতে ধরা পরল এক যুবক ।এই ঘটনায় যুক্ত আরো এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয় ।ঘটনা শনিবার বিকেলে রাজধানীর রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ।এলাকার রাধামাধব উন্নয়ন সংঘের যুবকরা এই নেশা বিরোধী অভিযান চালায়।

ঠিক হোম ডেলিভারির মতো না হলেও পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ড্রাগস বিক্রি করতে শুরু করেছে ব্যাপারীরা ।এই ক্ষেত্রে কখনো বাইক কখনো বা অটো গাড়ি ব্যবহার করছে তারা ।শনিবার বিকেলে সন্দেহ হওয়ায় এক অটোচালককে আটক করে রাজধানীর রাধানগর এলাকার রাধামাধব উন্নয়ন সংঘের যুবকরা ।অটো চালকের সাথে আরও একজন ছিল ।সে পালিয়ে যেতে সক্ষম হয় ।যুবকরা আটক যুবকটিকে ক্লাব ঘরে নিয়ে তলাশী চালায়। তল্লাশি কালে অটো চালকের ব্যাগ থেকে ৩২ কৌটা ব্রাউন সুগার, কয়েকটি সিরিঞ্জ এবং প্রায় ১০০ টি দামি সিগারেটের প্যাকেট উদ্ধার করে ।পরে রাধা মাধব উন্নয়ন সংঘের যুবকরা পশ্চিম থানার পুলিশ ডেকে তাদের হাতে অটো চালকটিকে তুলে দেন। এদিন রাধা মাধব উন্নয়ন সংঘের সদস্য সাগর দাস জানান ,মুখ্যমন্ত্রী আধ্যাপক ডাক্তার মানিক সাহার আহবানে সাড়া দিয়ে তারা প্রতিনিয়ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালান ।এদিনও তারা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এই সাফল্য পান।

এদিন পশ্চিম থানার পুলিশ অটো চালকটিকে থানায় নিয়ে যায়। তার অটোটিও পুলিশ থানায় নিয়ে যায়। একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য