Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যআগরতলা রেল স্টেশনে গাঁজাসহ ধৃত বিহারের এক যুবক

আগরতলা রেল স্টেশনে গাঁজাসহ ধৃত বিহারের এক যুবক

আগরতলা রেল স্টেশন থেকে প্রায় সাড়ে সাত কেজি গাজা সহ এক নেশা পাচারকারীকে গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ ।ধৃত নেশা পাচারকারীর নাম সুভাষ কুমার ।বাড়ি বিহারের ভাগলপুর জেলায় ।তার কাছ থেকে উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ।বুধবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।

আগরতলা থেকে গাজা নিয়ে বিহারে যাওয়ার পথে ধৃত এক নেশা পাচারকারী ।ধৃত নেশা পাচারকারীর নাম সুভাষ কুমার, বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলায়। সুভাষ কুমার এদিন বিকেলে আগরতলা রেল স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল ।তখন জিআরপি থানার এসআই পঙ্কজ কুমার দাস জিআরপিএফ এবং আরপিএফ পুলিশ স্টাফ নিয়ে স্টেশনে রুটিন অভিযানে বের হন। যুবকটিকে দেখে তাদের সন্দেহ হয় ।তারা তাকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালান ।তল্লাশি কালে সুভাষ কুমারের ব্যাগ থেকে পুলিশ ৭ কিলো, ৪২০ গ্রাম গাঁজা উদ্ধার করে ।এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক রাজু ভৌমিক এই সংবাদ জানান ।তিনি জানান ,উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা ।তিনি আরো জানান, ধৃত সুভাষ কুমারের বাড়ি বিহারের ভাগলপুর জেলায় ।তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

এদিন জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক আরো জানান, ধৃত যুবককে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচার কাণ্ডে তার সাথে আর কারা জড়িত রয়েছে ,কোথা থেকে এই গাজা সংগ্রহ করি হয়েছে সেই সম্পর্কে জানতে চাওয়া হবে। সেই মত তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য