Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যরক্তদানের মধ্য দিয়ে জন্মদিনে মহারাজাকে স্মরণ করলো জেলা প্রশাসনের কর্মীরা

রক্তদানের মধ্য দিয়ে জন্মদিনে মহারাজাকে স্মরণ করলো জেলা প্রশাসনের কর্মীরা

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীর পবিত্র দিনে রক্তদান শিবিরের আয়োজন করলো পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা ।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির কে কেন্দ্র করে পশ্চিম জেলা প্রশাসনের সকল স্তরের কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত হয় এই রক্তদান শিবির ।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ ।এই রক্তদান শিবির প্রসঙ্গে জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান ,মঙ্গলবার রাজ্যের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন ।আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী ।এই বিশেষ তাৎপর্যপূর্ণ দিনে সমাজ সেবায় ভূমিকা পালন করার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ।রক্তদান শিবির কে কেন্দ্র করে জেলা প্রশাসনের সকল অংশের কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। জেলাশাসক আরো জানান, কেবলমাত্র রক্তদানেই নয়, সমাজের হিতে অন্যান্য সেবামূলক কাজেও জেলা প্রশাসনের কর্মীরা সর্বদা প্রস্তুত থাকে ।তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার আহবানে দীক্ষিত ত্রিপুরা গড়ার লক্ষ্যেও জেলা প্রশাসনের কর্মীরা সমবেত ভাবে এগিয়ে আসার জন্য প্রস্তুত।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে আরক্ষা কর্মীরাও স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য