Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশার কারনে খোয়াই চেরমা এলাকায় সি পি...

২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশার কারনে খোয়াই চেরমা এলাকায় সি পি আই এম এর পথ অবরোধ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই আগষ্ট..…খোয়াই এর উপরদিয়ে তৈরি হওয়া ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশার কারনে সরকারের কোন হেলদোল নেই। নেই সংস্কারের কোন উদ্যোগ।ডাবল ইঞ্জিনের সরকার কুম্ভনিদ্রায় মগ্ন আর অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই।নিত্যযাত্রী থেকে শুরু করে যানচালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে দিনের পর দিন।খানাখন্দ আর গর্তের সমাহার ২০৮ নং খোয়াই কমলপুর জাতীয় সড়কের ভগ্নদশা চরমে পৌঁছেছে।বৃষ্টি হলে দুর্দশার অন্ত নেই।যন্ত্রনা পোহাতে হচ্ছে মানুষজনকে।একবার পূর্ত সচিব ,আরেকবার এন এইচ আই ডি সি এল এর এম ডি ডক্টর কিষন কুমার আই এ এস থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা ছুটে এসে জাতীয় সড়কের জীর্ণদশা নিজের চোখে দেখে গেছেন।কিন্তু এরপরেও সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ।কতটুকু সংস্কার হবে সড়কের সেটাই এখন সন্দেহের বিষয়।করন কমিশন বাণিজ্য, নিম্নমানের কাজ আর নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এসব কারণেই জাতীয় সড়ক আজকে মরণদশায় পরিনত হয়ে রয়েছে। মডেল রাজ্যে সুশাসনের জমানায় ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে আর সবকা সাথ সবকা বিকাশের আমলে জাতীয় সড়ক এখন যেন মৃত্যুফাঁদ।
জাতীয় সড়কের এমনতর বেহাল দশার প্রতিবাদে এবং দ্রুততার সাথে জাতীয় সড়কের সংস্কারের দাবীতে ও যান চলাচলের উপযোগী করে তোলার দাবীতে সোমবার রাজ্যের চার জেলা খোয়াই, ধলাই, ঊনকোটি ও উত্তর জেলার সি পি আই এম এর ডাকে হয়েছে জাতীয় সড়কের ওপর প্রতীকী অবরোধ কর্মসূচী। সোমবার সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্য্যন্ত চলে অবরোধ।খোয়াই ও কমলপুর সড়কের চেরমা এলাকায় অবরোধ কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে।অবরোধের ফলে দুদিকে অনেক ছোট বড় যানবাহন দাঁড়িয়ে যায়।চলতে থাকে সি পি আই এম দলের শ্লোগান।পার্টির কয়েক শত নারী পুরুষ নেতা কর্মী এদিনের অবরোধ কর্মসূচিতে সামিল হয়।এই পথ অবরোধ কর্মসূচিতে সামিল ছিলেন পার্টির খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, মহকুমা সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস নির্মল বিশ্বাস , রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য পলাশ ভৌমিক , মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস, কানন দত্ত , রঞ্জিত দেববর্মা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবোধ দেববর্মা, আলয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সি পি আই এম এর জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস ও রাজ্য কমিটির আমণ্ত্রিত সদস্য পলাশ ভৌমিক। জাতীয় সড়কের বেহাল দশা এবং অতি দ্রুত সারাইয়ের দাবিতে সি পি আই এম দলের এই পথ অবরোধের কর্মসূচি ছিল এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য