Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যবিদ্যুৎ এবং রাস্তা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিলেন এলাকার নেতা...

বিদ্যুৎ এবং রাস্তা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিলেন এলাকার নেতা এবং জন প্রতিনিধিদের বিরুদ্ধে!

সুশাসনের এই ত্রিপুরা রাজ্যে ভাষণে অনেক কিছুই বলে থাকে নেতা আমলারা কিন্তু বাস্তবে তা কতটুকু কার্যকর হয়েছে তা মানুষের সমস্যার কথা না শুনলে বুঝা যায় না!!

অনেকেই মাইকের সামনে জোর গলায় বলে থাকেন বর্তমান সরকারের আমলে রাজ্যে এতটাই উন্নত হয়েছে যা রেকর্ড থেকেও ছাড়িয়ে গেছে। তবে রাজ্যের অন্যান্য জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও আগরতলা প্রতাপগড় বিধানসভার অন্তর্গত পূর্ব আড়ালিয়া সূর্যসেন পাড়ার কয়েকটি পরিবারে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ওই এলাকার কয়েকটি পরিবারের জন্য এখনো পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা এবং রাস্তাঘাট সংস্কার কিছুই করা হয়নি। সেই বাম আমল থেকে ওই পরিবার গুলি এখনো এই রাম আমলের রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানীয় জল থেকে বঞ্চিত। দীর্ঘ অনেক বছর ধরেই উন্নয়নের পরিবর্তে তাদের মিলেছে শুধু নেতা এবং জনপ্রতিনিধিদের মিথ্যা আশ্বাস। সন্ধ্যা ঘনিয়ে আসলে বিদ্যুতের পরিবর্তে অন্ধকারের একমাত্র ভরসা মোমবাতি এবং হারিকেন এর আলো। ওই পাড়ার রাস্তাটি সরকারি রেকর্ডে থাকলেও রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের উপযোগী নয়। ভুক্তভোগী পরিবার গুলি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের অভাব অভিযোগ এবং ক্ষোভ উগরে দিলেন নেতা এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে তারা এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন যা রাজ্যের মুখ্যমন্ত্রী কে বলেছেন তাদের বাড়ি ঘরে এসে অন্তত একদিনের জন্য আসতে এবং সেই পরিস্থিতি প্রত্যক্ষ করতে। তাদের শুধু একটাই দাবি মানুষ বসবাস করতে যেগুলি বিশেষ প্রয়োজন সেই রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানীয় জলের যেন অতি শীঘ্রই ব্যবস্থা করে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার গুলি এদিন জানিয়েছেন শুধু নির্বাচন আসলেই ভোট দীক্ষার জন্য তাদের কাছে আসেন আর উন্নয়নের নামে মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন। যখন নির্বাচনের জয়ী হয়ে জনপ্রতিনিধি হয়ে যান তখন তাদের কথা একেবারেই ভুলে যায়। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি জানিয়েছেন তারা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চায় এবং সরকার জনক খুব শীঘ্রই তাদের এই সমস্যাগুলি সমাধান করার ব্যবস্থা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য