রাজধানীর বাইপাস সড়ক থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারকান্ডে আরো একজনকে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় সূত্রধর। ধৃত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ করবে পুলিশ।
গত সাত আগস্ট রাতে খয়ের পুর আমতলী বাইপাস সড়কের একটি ধাবার সামনে থেকে একটি অটো গাড়ি আটক করে আমতলী থানার পুলিশ। অটো গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেই সাথে অটোচালক সুবীর সূত্রধর কে পুলিশ গ্রেফতার করে ।তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আমতলী থানার পুলিশ জানতে পারে সে সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেট গুলি নিয়ে আসছিল ।তার স্বীকারোক্তির ভিত্তিতে রবিবার সকালে বাধারঘাট বিওসির সামনে থেকে সঞ্জয় সূত্রধর কে আমতলী থানার পুলিশ জালে তুলে ।এদিন আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান ।তিনি জানান ,ধৃত অভিযুক্ত সঞ্জয় সূত্রধর কে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এদিন আমতলী থানার ওসি পরিতোষ দাস স্বীকার করেন, এই ইয়াবা পাচার কাণ্ডে মূল মাস্টারমাইন্ড রাজা সাহাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য ছিল আনুমানিক এক কোটি 35 লক্ষ টাকা ।এই ইয়াবা ট্যাবলেট পাচারকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হলো রাজা সাহা ।তার বাড়ি রাজধানীর পূর্ব থানার অধীন টাউন প্রতাপগড় এলাকায় বলে জানা গেছে।