হিমাচল প্রদেশে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির জাটুলী শিব মন্দিরের অনুকরণে এবছর পূজোর প্যান্ডেল করবে রাজধানীর উষা বাজারের ভারতরত্ন সংঘ ।শুক্রবার স্বাধীনতা দিবসের দিনে রক্তদান শিবিরের মাধ্যমে পুজোর থিমের প্রকাশ করলেন ভারতরত্ন সংঘের সদস্যরা।
এক বছর বাদে ফের বড় বাজেটের পুজোর আয়োজন করতে চলেছে উষা বাজারের ভারতরত্ন সংঘ ।গত বছর বিভিন্ন কারণে বড় পূজোর আয়োজন করতে পারেনি এই সামাজিক প্রতিষ্ঠানটি। এবছর ক্লাবের সব সদস্যরা মিলে বড় বাজেটের থিম পুজোর আয়োজনে নেমেছেন। শুক্রবার 79 তম স্বাধীনতা দিবসের দিনে রক্তদান শিবিরের মাধ্যমে পূজোর থিমের প্রকাশ করেন ক্লাব কর্মকর্তারা ।এদিন সংঘ গৃহে রক্তদান শিবিরের আয়োজন হয় ।রক্তদান শিবিরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতরত্ন সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী জানান ,এ বছর ভারতরত্ন সংঘ এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির জাটুলী শিব মন্দিরের অনুকরণে তাদের পুজোর প্যান্ডেল নির্মাণ করবে। পুজোর প্যান্ডেল নির্মান করছে কলকাতার নবদ্বীপের শিল্পীরা ।প্রতিমা নির্মাণে থাকছেন রাজধানীর এক মৃৎ শিল্পী ।তিনি আরো জানান, শারদ উৎসবকে কেন্দ্র করে এ বছর তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের আবাসিকদের বস্ত্র বিতরণ রয়েছে । মহা অষ্টমীর দিন মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হবে ।পুজোর বাজেট প্রসঙ্গে ভারতরত্ন সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী জানান, তেমন নির্দিষ্ট কোন বাজেট নেই ।তবে এই থিম পুজোকে সাফল্যমন্ডিত করে তুলতে ক্লাবের ৫ শতাধিক সদস্য ও এলাকাবাসীরা মাঠে নেমে পড়েছেন। তিনি আশা করেন অন্যান্য বছরের মতো এবারো ভারতরত্ন সংঘের থিম পুজো দর্শক টানতে সক্ষম হবে।
ভারতরত্ন সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৭৪ জন রক্ত দান করেন। পুজোর থিম প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি দীনেশ সরকার ,গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ ,চার বড়জলা মন্ডল কমিটির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজিব সাহা সহ অন্যান্যরা।