Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যজিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক!

জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক!

ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে।সরকারি জমিতে স্থাপিত এই ঔষধের দোকানটি মূলত রোগীরা যাতে বাজারদরের তুলনায় কম দামে ওষুধ পান, সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল। অভিযোগ, বৃহস্পতিবার এক ক্রেতা ওই দোকান থেকে ওষুধ কিনতে গেলে দোকানের ভেতরে উপস্থিত কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন। ঘটনাস্থলে উপস্থিত থাকায় বিষয়টি কভার করতে যান সাংবাদিক ভূপাল চক্রবর্তী।

তখনই কাউন্টারের ভিতরে থাকা এক ব্যক্তি, সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে নাম জিজ্ঞেস করা হলেও তিনি নিজের পরিচয় দিতে অস্বীকার করেন। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ ক্রেতারা পুরো ঘটনার সাক্ষী থেকেছেন এবং সাংবাদিকের সঙ্গে হওয়া দুর্ব্যবহারের বর্ণনাও দিয়েছেন। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে আগরতলার এনসিসি থানায় মামলা করেন ভূপাল চক্রবর্তী। পরে পুলিশ সেখানে গেলে জানা যায় যে অভিযুক্তের নাম তাপস পাল।ঘটনার পর সেখানে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডা. কনক চৌধুরী, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জিবি আউটপোস্টের পুলিশ। ডা. কনক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য