রাজধানীর বিভিন্ন সড়কের উপর থেকে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য একাধিক সড়কের দুই দিকে কভার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে এই কাজ চলছে এরই অঙ্গ হিসেবে রাজধানীর উজান অভয়নগর থেকে জিবি যাওয়ার রাস্তার দুপাশেও কভার ড্রেন নির্মাণ হচ্ছে মঙ্গলবার এই নর্দমা নির্মাণের কাজ পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পুরেটর তথা এমআইসি সদস্য হীরালাল দেবনাথ প্রদেশ বিজেপি সহ-সভাপতি পাপিয়া দত্তসহ এলাকার কর্মী সমর্থকরা মেয়র এই ড্রেন নির্মাণের বিষয়টি নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন নির্মাণ কাজ ঘটিয়ে দেখেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান পঞ্চাশ থেকে ষাট বছর পর এই প্রথম উজান অভয়নগর থেকে জিবি যাওয়ার রাস্তার দুপাশের ড্রেন নির্মাণ হচ্ছে ব্রেন নির্মাণের কাজে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন তিনি নিজেও জানান গুণমান বজায় রেখেই ড্রেন নির্মাণ হচ্ছে এই কভার ড্রেনের নির্মাণ কাজ চলা পর্যন্ত নির্মাণ কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র তিনি আরো জানান দুর্গাপুজোর আগেই অন্তত সড়কের এক প্রান্তে কভারডেন নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে শহরে বাড়ি ঘরের জল নিষ্কাশনী ব্যবস্থা রয়েছে কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির জল নিষ্কাশনে কোনো ব্যবস্থা ছিল না বৃষ্টির জল যেন রাস্তায় জমে না থাকে সেই লক্ষ্যেই