দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে মঙ্গলবার সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করল বিজেপি কর্মী সমর্থকরা ।পরে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।
আসছে ১৫ আগস্ট দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে বর্তমানে দেশব্যাপী চলছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি স্থানে চলছে তিরঙ্গা পতাকা বিতরণ ।এরই মধ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিজেপি কর্মী সমর্থকদের প্রতি নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন স্থানে স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিকদের স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শ্রদ্ধা জ্ঞাপন করার। এই নির্দেশিকার অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বিজেপি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, স্থানীয় কর্পোরেটর তথা এমআইসি সদস্য হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা । এদিন গান্ধী মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর মূর্তিতে মালা পরিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ। প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত এই সংবাদ জানান ।তিনি জানান ,কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে সারা রাজ্যেই এই কর্মসূচি চলছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল লক্ষণীয়।